সমুদ্রপথে বাণিজ্যিক পণ্য পরিবহনকারী জাহাজগুলোর মালিক ও ক্রুদের কাছে আতঙ্কের নাম জলদস্যুতা। তবে আশার কথা হলো, ২০২১ সালে বিশ্বজুড়ে এ ধরনের ঘটনা সার্বিকভাবে অনেকখানি কমেছে। তবে সিঙ্গাপুর প্রণালিতে এখনো জলদস্যুদের আক্রমণের ঝুঁকি রয়ে গেছে। রিক্যাপ ইনফরমেশন শেয়ারিং সেন্টারের সাম্প্রতিক এক সতর্কবার্তায় এমনটি জানানো হয়েছে।
সিঙ্গাপুর প্রণালিতে জলদস্যুতার যেসব ঘটনা ঘটে, কিছু ক্ষেত্রে তা সহিংস ও প্রাণঘাতী হয়ে ওঠে। এমনিতে সেখানে যন্ত্রাংশ ও ছোটখাটো সরঞ্জাম চুরি হতে বেশি দেখা যায়। তবে সাম্প্রতিক দুটি ঘটনায় সশস্ত্র হামলা ও একজন ক্রুর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রিক্যাপের পক্ষ থেকে সিঙ্গাপুর প্রণালিতে চলাচলের সময় জাহাজগুলোকে সঙ্গে গার্ড রাখতে বলেছে। এছাড়া সেখানে কার্যক্রম পরিচালনাকারী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নজরদারি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা।