২০২২ সালে কনটেইনার পরিবহনে খরচ কমবে

কনটেইনার সংকটের কারণে এ বছর কনটেইনার পরিবহন ব্যয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছে বৈশ্বিক শিপিং খাত। তবে আগামী বছর এ ব্যয় কমতে পারে। সম্প্রতি সেইন্ট পিটার্সবার্গে আয়োজিত এক কনফারেন্সে এমন পূর্বাভাস দিয়েছেন কনটেইনার পরিবহন খাতের শীর্ষ বাজার অংশীদাররা।

ফেসকোর সেলস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক অ্যালেক্সি ক্র্যাভচেঙ্কো জানান, ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে কনটেইনার পরিবহনে খরচ কমতে পারে। তবে তারপরও এ ব্যয় করোনা মহামারি-পূর্ব সময়ের তুলনায় বেশি থাকবে। আর কনটেইনার ভাড়ায় যে ঊর্ধ্বগতি সাম্প্রতিক সময়ে দেখা গেছে, তা আরও দুই মাস অব্যাহত থাকতে পারে বলে মনে করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালে কনটেইনারবাহী জাহাজের বৈশ্বিক বহরের সক্ষমতা বাড়বে, যার ফলে পরিবহন ব্যয় কমার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here