এডেন উপসাগরে ইরানি অয়েল ট্যাংকারে আরও একটি সম্ভাব্য সোমালি জলদস্যু হামলা প্রতিহত কথা জানিয়েছে দেশটির নৌবাহিনী। এক মাসের কম সময়ে মধ্যে এটি জলদস্যু হামলা প্রতিহত করার দ্বিতীয় ঘটনা।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী, ট্যাংকারটি ইয়েমেনের নিকটবর্তী অঞ্চলে অবস্থানকালে চারটি নৌকা সেটির দিকে ছুটে যায়। এসব নৌকায় চার থেকে ছয়জন জলদস্যু ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সবাই সশস্ত্র ছিল। এই অঞ্চলে সশস্ত্র সোমালি জলদস্যুদের হামলার ঝুঁকি রয়েছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা রয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, ইরানি ট্যাংকারে হামলার প্রস্তুতি নেওয়া জলদস্যুরাও সোমালিয়ার হতে পারে।
ট্যাংকারটির কাছ থেকে বিপদবার্তা পেয়ে ইরানি নৌবাহিনীর একটি এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং জলদস্যুদের সেখান থেকে বিতাড়িত করে।
সপ্তাহ দুয়েক আগে ইরানের অন্য দুটি ট্যাংকারে জলদস্যু হামলার প্রচেষ্টার খবর প্রকাশ করেছিল দেশটির গণমাধ্যম। সেবারও নৌবাহিনীর সহায়তায় ট্যাংকার দুটি বিপদমুক্ত হয়।
সাম্প্রতিক সময়ে ভারত মহাসাগরীয় অঞ্চলে সোমালি জলদস্যুদের উৎপাত কিছুটা কমেছে। এ কারণে ভারত মহাসাগরে জলসদ্যুতার ‘উচ্চঝুঁকিপূর্ণ এলাকা (এইচআরএ)’-এর ভৌগোলিক সীমানা সংকুচিত করেছে সমুদ্র পরিবহন খাতের বিভিন্ন শীর্ষ সংস্থা। ভৌগোলিক সীমানায় এই পরিবর্তনের ফলে এখন থেকে ভারত মহাসাগরের ইয়েমেনি ও সোমালি টেরিটোরিয়াল সি এবং এর পূর্ব ও দক্ষিণ পাশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোকে (ইইজেড) জলদস্যুতার ক্ষেত্রে এইচআরএ হিসেবে দেখা হবে। ১ সেপ্টেম্বর থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে।