এশিয়ায় নির্মিত প্রথম এসওভির লঞ্চিং সম্পন্ন

এশিয়ায় নির্মিত প্রথম সার্ভিস অপারেশন ভেসেল (এসওভি) টিএসএস পাইওনিয়ার সম্প্রতি ভিয়েতনামে পরীক্ষামূলকভাবে পানিতে ভাসানো হয়েছে।

হাইব্রিড-ইলেকট্রিক এই এসওভি নির্মাণ করেছে ভার্ড ভুং তাও। আর এর মালিক মিতসুই ওএসকে লাইনস (এমওএল) ও তা তোং মেরিন কোম্পানির (টিটিএম) জয়েন্ট ভেঞ্চার তা স্যান শ্যাং মেরিন কোম্পানি।

২০২২ সালের শুরুর দিকেই ভেসেলটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে। টিএসএস পাইওনিয়ারকে বলা হচ্ছে তাইওয়ানিজ ফ্ল্যাগ ও ক্লাস অনুযায়ী নির্মিত প্রথম এসওভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here