সর্বোচ্চ ই-ফাইল ব্যবহার করে পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাইড্রোগ্রাফি বিভাগের প্রধান সহকারি জুবায়ের আহমেদ। প্রচলিত নথি বা ফাইল ব্যবহারের পরিবর্তে ই-ফাইল ব্যবহার বৃদ্ধিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নেয়া উদ্যোগের প্রথম মাসে সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে পুরস্কার পেলেন তিনি। বুধবার (৩ নভেম্বর) বন্দর ভবনের সম্মেলন কক্ষে তাঁর হাতে পুরস্কার তুলে দেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান। এসময় বন্দরের পর্ষদ সদস্যবৃন্দ, পরিচালকবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। পুরস্কারের মধ্যে রয়েছে নগদ অর্থ ও সনদপত্র। পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় জুবায়ের আহমেদ বলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে সাধারণত প্রাতিষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়না। বন্দরের এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে। আমার এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আমার সহকর্মীরাও উৎসাহিত হবে।’জুবায়ের আহমেদ ২০১৩ সালে নিম্নমান সহকারি কাম কম্পিউটার অপারেটর হিসেবে চট্টগ্রাম বন্দরে যোগদান করেন। মেধা ও কর্মদক্ষতার কারণে দ্রুত পদোন্নতি পেয়ে বর্তমানে তিনি প্রধান সহকারি পদে কর্মরত রয়েছেন।