পলি জমে মিসিসিপি নদীর শিপিং চ্যানেলের কমে যাওয়া নাব্যতা পুনরুদ্ধারে সেখানে পাইলট প্রকল্প আকারে খননকাজ পরিচালনা করা হচ্ছে। এ লক্ষ্যে সেখানে খননযন্ত্র ড্রেজ গোয়েটজকে নিযুক্ত করা হয়েছে।
২২৫ ফুট দীর্ঘ গোয়েটজ এই প্রকল্পে ক্যানসাস সিটি ডিস্ট্রিক্টকে কৌশলগত সহায়তা প্রদান করবে। সিটি ডিস্ট্রিক্ট এর মাধ্যমে পর্যালোচনা করে দেখবে, নাব্যতা ধরে রাখার কাজে বৃহদাকার ড্রেজারগুলো কতটা কার্যকর ভ’মিকা রাখতে সক্ষম হয়। কমার্শিয়াল ট্রাফিক বেশি থাকায় মিসিসিপি চ্যানেলে নিয়মিত ড্রেজিং অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়।