গত ৩ দিন ধরে অঘোষিত গণপরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে সবজি ও ফলমূলের বাজার অস্থির হয়ে উঠেছে। অধিকাংশ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। ২০ টাকা কেজি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকায়।
বাজারে মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে। সয়াবিন তেলের দাম বেড়েছে। এক লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা। পাম অয়েলের দাম লিটারপ্রতি ১৩৮ টাকায় ঠেকেছে। ১০০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১২০ টাকা।
ডিজেল ও কেরোসিনের দাম বেড়ে যাওয়ায় ৫ নভেম্বর থেকে দেশে চলছে অঘোষিত পরিবহন ধর্মঘট। এ দিন সকাল থেকে পরিবহন খাতের মালিক-শ্রমিকদের একাধিক সংগঠন যাত্রী-পণ্যবাহী যান বন্ধের ঘোষণা দেয়। পরিবহন ধর্মঘটে শুক্রবার থেকে কার্যত পুরো দেশ থমকে রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, ধর্মঘটের কারণে নিত্যপণ্যের সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
শীতের সবজি ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি কেজিপ্রতি ৫৫-৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বেগুন ৬০-৭০ টাকা, ঢেঁড়স ৬০-৭০ টাকা, শিম ১৪০-১৫০ টাকা, কাচা পেঁপে ৩০-৪০ টাকা এবং লাউ আকার ভেদে ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক, পালং শাক, মুলা শাক, সরিষা শাক ১০-২০ টাকা আঁটি, পুঁই শাক আঁটি ২০ ও লাউ শাক ৩০-৪০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচা মরিচ ১৫০-১৬০ ও আলুর দাম কিছুটা বেড়ে ২৮-৩০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা, রসুন ১৩০-১৪০ টাকা ও আদা ১৩০-১৪০ টাকা। ডিম ডজনপ্রতি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ টাকা, সোনালি কক মুরগি ২৮০-৩০০ টাকা এবং দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।