লয়েড’স রেজিস্টারের সনদপ্রাপ্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সরবরাহকারীদের জন্য নতুন এআই নিবন্ধন চালু করেছে সংস্থাটি। মেরিটাইম খাতে এই ধরনের নিবন্ধন চালু হলো এই প্রথম।
সমুদ্র শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন বাড়ছে। বিশেষ করে অটোনমাস নেভিগেশন সিস্টেমের চাহিদা ও জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। এ অবস্থায় খাতসংশ্লিষ্টরা যেন পরীক্ষিত ও বিশ্বস্ত এআই প্রযুক্তির সুবিধা ভোগ করতে পারেন, তার সুযোগ করে দিতেই নতুন নিবন্ধন ব্যবস্থাটি চালু করেছে লয়েড’স রেজিস্টার।