আমদানি বাড়ছে স্বাভাবিকের চাইতে বেশি গতিতে

পণ্য রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিভিন্ন পণ্যের আমদানি বাড়ছে অস্বাভাবিক গতিতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সার্বিকভাবে পণ্য আমদানি বেড়েছে রেকর্ড ৪৭ শতাংশ। আর নতুন এলসি খোলা বেড়েছে প্রায় সাড়ে ৪৯ শতাংশ। এ সময়ে নতুন শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি, শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য, জ্বালানি তেল ও খাদ্যপণ্যসহ সব পণ্যের আমদানিই বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল থেকেই মূলধনী যন্ত্রপাতির এলসি খোলা বাড়তে থাকে। আর জুলাই থেকে এলসি নিষ্পত্তি তথা আমদানি বাড়তে শুরু করে। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ৯৩ কোটি ৭৫ লাখ ডলারের মূলধনী যন্ত্রপাতি আমদানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৮.৮১ শতাংশ বেশি।

অন্যদিকে একই সময়ে মূলধনী যন্ত্রপাতির নতুন এলসি খোলা হয়েছে ১৩৮ কোটি ৬৪ লাখ ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৩.২৮ শতাংশ বেশি। তবে সবচেয়ে বেশি আমদানি বেড়েছে শিল্পের মধ্যবর্তী পণ্যের। অর্থবছরের প্রথম তিন মাসে এই পণ্যটির আমদানি হয়েছে ১৫১ কোটি ৭৪ লাখ ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭১.৭৭ শতাংশ বেশি।

এ সময়ে এই পণ্যটির নতুন এলসি খোলা হয়েছে ১৭৩ কোটি ৩২ লাখ ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬৫.৫১ শতাংশ বেশি। প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে শিল্পের কাঁচামাল আমদানি হয়েছে ৬৪৭ কোটি ২৭ লাখ ডলারের। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৯ শতাংশ বেশি। একই সময়ে এই পণ্যটির নতুন এলসি খোলা বেড়েছে প্রায় ৫১ শতাংশ। চলতি অর্থবছরের তিন মাসে এই পণ্যটির নতুন এলসি খোলা হয়েছে ৭২০ কোটি ৪৩ লাখ ডলারের। অর্থবছরের প্রথম তিন মাসে খাদ্যপণ্যের আমদানি বেড়েছে ৩৭.১৪ শতাংশ আর নতুন এলসি খোলা বেড়েছে ৬৭.২৫ শতাংশ। এ ছাড়া একই সময়ে জ্বালানি তেলের আমদানি বেড়েছে ৫৯.৫৮ শতাংশ আর নতুন এলসি খোলা বেড়েছে রেকর্ড ৭০.৪০ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here