এলএসএফও ও পরিশোধিত জ্বালানি রপ্তানির নতুন কোটা প্রকাশ করেছে চীন

জাহাজে ব্যবহারের জন্য লো-সালফার ফুয়েল অয়েল (এলএসএফও) ও অন্যান্য পরিশোধিত জ্বালানি রপ্তানির বিষয়ে নতুন কোটা চালু করেছে চীন। এই কোটা অনুযায়ী, ২০২১ সালের বাকি সময়ে ১০ লাখ টন এলএসএফও ও ১৫ লাখ ৭৯ হাজার টন পরিশোধিত জ্বালানি রপ্তানি করতে পারবে চীন।

নতুন এই কোটার ফলে চলতি বছর চীনের পরিশোধিত জ্বালানি রপ্তানির মোট সীমা দাঁড়ালো ৩ কোটি ৮৬ লাখ টন। অন্যদিকে এলএসএফও রপ্তানির সীমা দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ টন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here