পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বঙ্গবন্ধু ও মুক্তারপুর সেতুর বর্ধিত টোল প্রত্যাহার এবং সিটি কর্পোরেশন ও পৌরসভায় পণ্যবাহী যানবাহন থেকে টোল আদায় বন্ধ করার দাবিতে গত শুক্রবার থেকে চলমান ধর্মঘট স্থগিত করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। মঙ্গলবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক, প্রাইমমুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
তারা জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাই এখন (গতকাল রাত সাড়ে ১০টা) থেকে অনির্দিষ্টকালের পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত করা হলো।
বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here