পরিবহন ধর্মঘট স্থগিতের পর স্বাভাবিক চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা পণ্য পরিবহন ধর্মঘট স্থগিতের পর স্বাভাবিক কার্যক্রমে ফিরেছে চট্টগ্রাম বন্দর। পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও প্রাইম মুভার সোমবার রাত থেকে চলাচল শুরু করেছে। এতে আমদানি পণ্য সরবরাহ ও আইসিডি থেকে রপ্তানি পণ্য জাহাজীকরণের জন্য বন্দরে আনার কাজ পুরোদমে চালু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠকের পর সোমবার রাত ১০ টার সময় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ধর্মঘট স্থগিতের কথা জানান।
পণ্য পরিবহন ধর্মঘট চললেও বন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ ছিল না। কনটেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি এসময়ে সীমিত পরিসরে সরবরাহও হয়েছে। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ছিল তারা নিজ উদ্যোগে পণ্য নিয়েছে।
ডিজেলের দাম বাড়ার পর গত শুক্রবার সকাল থেকে পণ্য ও গণপরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘটের কারণে ওই দিন সকাল থেকে চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য সরবরাহ এবং রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে প্রবেশ অস্বাভাবিক হারে কমে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here