জ্বালানি তেল খাতের জায়ান্ট শেল তাদের নাম থেকে ‘রয়েল ডাচ্’ অংশটুকু ছেঁটে ফেলতে চাইছে। পাশাপাশি নিজেদের হেডকোয়ার্টার নেদারল্যান্ডস থেকে সরিয়ে যুক্তরাজ্যে নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে প্রতিষ্ঠানটি।
মূলত কর সুবিধা পেতেই এই সিদ্ধান্ত নিয়েছে শেল। প্রথমত, যুক্তরাজ্যে করপোরেট ট্যাক্সের হার নেদারল্যান্ডসের চেয়ে কম। দ্বিতীয়ত, নেদারল্যান্ডসে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ক্ষেত্রে নতুন করে ১৫ শতাংশ ডিভিডেন্ড উইথহোল্ডিং ট্যাক্স আরোপ করা হয়েছে, যা গত জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নেদারল্যান্ডস থেকে সদরদপ্তর সরিয়ে নেওয়ার মাধ্যমে এই বাড়তি করের বোঝা থেকে বাঁচতে পারবে ইউরোপের বৃহত্তম জ্বালানি কোম্পানিটি। পাশপাশি দ্বৈত তালিকাভুক্তির পরিবর্তে একটি দেশের এক্সচেঞ্জে লেনদেন পরিচালনার ফলে কোম্পানিটির শেয়ার কাঠামোও অনেক সহজ হবে।