সুগন্ধী চাল রপ্তানিতে আর নগদ সহায়তা দেওয়া হবেনা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৫ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্তক্রমে এ মর্মে স্পষ্টীকরণ করা যাচ্ছে যে, চাল রপ্তানিতে ক্ষেত্রে বিদ্যমান প্রনোদনা আর সুগন্ধী চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
গত ২০২৯-২০ অর্থবছর থেকে চাল রপ্তানির বিপরীতে ১৫ শতাংশ নগদ সহায়তা দিচ্ছে সরকার। এ বিষয়ে ২০২০ সালের জানুয়ারিতে জারি করা সার্কুলারে বলা হয়, দেশে উৎপাদিত ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রপ্তানির ক্ষেত্রে এই ভর্তুকি দেওয়া হবে। তবে বিশেষায়িত অঞ্চলে (ইপিজেড, ইজেড) অবস্থিত প্রতিষ্ঠান থেকে রপ্তানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।