যুক্তরাষ্ট্রের বৃহত্তম অফশোর ফার্মের নির্মাণকাজ শুরু

নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। যুক্তরাষ্ট্রও এই খাতে শীর্ষস্থানীয় অবস্থান নিশ্চিত করতে চাইছে। এর পরিপ্রেক্ষিতে তারা হাতে নিচ্ছে উচ্চাভিলাষী সব অফশোর প্রকল্প; করছে বড় অংকের বিনিয়োগ। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অগ্রগতি দেখা গেছে বৃহস্পতিবার। এদিন দেশটির বৃহত্তম বাণিজ্যিক অফশোর উইন্ড ফার্মের নির্মাণকাজ শুরু হয়েছে।

প্রকল্পটির অবস্থান ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মার্থা’স ভিনিয়ার্ড দ্বীপের উপকূল থেকে প্রায় ১৫ মাইল গভীরে। এই উইন্ড ফার্মে ৮০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা দিয়ে ৪ লাখের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। ২০২৩ সালে ফার্মটিতে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি পরিচালনার দায়িত্বে থাকবে স্প্যানিশ বহুজাতিক বিদ্যুৎ পরিসেবা কোম্পানি ইবেরদ্রোলার মালিকানাধীন ভিনিয়ার্ড উইন্ড। এই প্রকল্পে প্রায় ৩ হাজার ৬০০ মানুষের কর্মসংস্থান হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পে যুক্তরাষ্ট্র কতটা জোর দিচ্ছে, তার প্রমাণ মেলে ভিনিয়ার্ড ওয়ান ও রোড আইল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের বর্তমান বৃহত্তম উইন্ড ফার্ম ব্লক আইল্যান্ডের সক্ষমতার পার্থক্য থেকে। যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক এই বায়ুবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন সক্ষমতা ৩০ মেগাওয়াট। অর্থাৎ ব্লক আইল্যান্ডের চেয়ে ২৫ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে ভিনিয়ার্ড ওয়ান।

চলতি বছরের ১৫ জুলাই ভিনিয়ার্ড ওয়ানের প্রকল্প পরিকল্পনায় অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ইন্টেরিয়রের ব্যুরো অব ওশান এনার্জি ম্যানেজমেন্ট (বিওইএম)। নির্মাণকাজের প্রথম দফায় মূল ভূখণ্ড থেকে প্রকল্প পর্যন্ত দুটি সরবরাহ লাইন স্থাপন করা হবে। এই দুটি সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রকল্পের সাবস্টেশন থেকে কোভেল’স বিচের ল্যান্ডিং পয়েন্ট পর্যন্ত বিদ্যুৎ পরিবহন করা হবে। গভীর সাগরে টার্বাইনের ফাউন্ডেশন ও ক্যাবল সংযোগের কাজ আগামী বছর শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রকল্পে জেনারেল ইলেকট্রিকের তৈরি ৬২টি হ্যালিয়েড-এক্স টার্বাইন ব্যবহার করা হচ্ছে, যেগুলোর প্রতিটির উৎপাদন সক্ষমতা ১৩ মেগাওয়াট।

২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পে সাড়ে ৩ হাজার কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে ইবেরদ্রোলা। এর মধ্যে নিউ ইংল্যান্ড ও নর্থ ক্যারোলাইনা/ভার্জিনিয়া অফশোর প্রকল্পে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here