প্রথমবারের মতো সাগরযাত্রা করল বিশ্বের প্রথম ইলেকট্রিক ও সেলফ-প্রপেলড কনটেইনার জাহাজ ইয়ারা বার্কল্যান্ড। ১৯ নভেম্বর জাহাজটি নরওয়ের অসলো ফিওর্ড থেকে যাত্রা শুরু করে। তবে এটি কোনো বাণিজ্যিক যাত্রা নয়। বরং আনুষ্ঠানিকতার অংশ হিসেবে প্রতীকী যাত্রা বলা চলে একে। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্তোর জাহাজটিতে সংক্ষিপ্ত ভ্রমণ করেন। জাহাজটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে আগামী বছর।
ইয়ারা বার্কল্যান্ড জাহাজটি নির্মাণ করেছে ইতালীয় জাহাজনির্মাতা ফিনক্যান্তিয়েরির সাবসিডিয়ারি কোম্পানি ভার্ড। এতে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে কংসবার্গ গ্রুপ। আর অর্থ সহায়তা দিয়েছে নরওয়ের জলবায়ু ও জ্বালানি প্রযুক্তিবিষয়ক তহবিল ইনোভা। বিশ্বের প্রথম এই ইলেকট্রিক ও স্বচালিত জাহাজটি নির্মাণে প্রায় দেড় কোটি ডলার দিয়েছে তারা।
নরওয়ের পোর্সগ্রুন ও ব্রেভিক বন্দরের মধ্যে খনিজ সার পরিবহন করবে ইয়ারা বার্কল্যান্ড। নিঃসরণ কমানোর ক্ষেত্রে জাহাজটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে জাহাজ কর্তৃপক্ষ আশা করছে।
প্রায় দুই বছর ধরে জাহাজটির সেলফ-প্রপালশন প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। এই জাহাজে যত নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার সবই সরবরাহ করেছে কংসবার্গ। নরওয়ের হর্টেন শহরে অবস্থিত মাস্টারলি মনিটরিং অ্যান্ড অপারেশনস সেন্টার থেকে দূরনিয়ন্ত্রিত উপায়ে জাহাজটি পরিচালনা করা হবে, যার কারণে বিশ্বের প্রথম স্বচালিত কনটেইনার জাহাজের তকমা পেয়েছে ইয়ারা বার্কল্যান্ড।