মাস দেড়েক ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বর্তমানে জ্বালানি তেলের দর প্রতি ব্যারেল ৭৮ ডলারেরও নিচে নেমে গেছে, যা দুই দিন আগেও ৮০ ডলারের কাছাকাছি ছিল। এই দাম গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা।
দাম কমার জন্য যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। এই দুই দেশ তাদের সংরক্ষিত (রিজার্ভ) তেল বাজারে ছাড়ায় দাম কমতে সহায়ক হচ্ছে বলছেন বিশ্লেষকরা।
দেশের একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, কিছুদিনের মধ্যে তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ ডলারের নিচে নেমে আসবে। দাম এভাবে কমতে থাকলে দেশের বাজারেও ডিজেল ও কেরোসিনের দাম কমানোর দাবি উঠবে।
তেলের দর গত অক্টোবর থেকে বাড়া শুরু করেছিল মূলত তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের এক সিদ্ধান্তে। তারা আগের লোকসান তুলে আনতে জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে দেয়। যেহেতু বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথে রয়েছে, ফলে বাড়ছিল তেলে চাহিদা। আবার কভিড সংক্রমণের সময় সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এমনিতেই বিভিন্ন ধরনের পণ্যের দাম বাড়ছিল। এক পর্যায়ে চাহিদা বৃদ্ধি ও জোগান কমে যাওয়ায় জ্বালানি তেলের দর ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। ২০১৪ সালের পরে এটাই ছিল সর্বোচ্চ দর।
ব্লুমবার্গের তথ্য মতে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দর গত ছয় সপ্তাহের মধ্যে এখন সবচেয়ে কম। গতকাল ডাব্লিউটিআইয়ের ব্যারেলপ্রতি ২.৪৮ শতাংশ কমে ৭৬.৫৩ ডলারে নেমে আসে। এ ছাড়া ব্রেন্ড অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২.৯৬ শতাংশ কমে ৭৮.২৮ ডলারে নেমে এসেছে।