হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজ হোল্ডিং কোম্পানি লিমিটেড কর্তৃক প্রতিদ্বন্দ্বী দাইয়ু শিপবিল্ডিং অধিগ্রহণের প্রক্রিয়া আটকে রয়েছে এক বছরের বেশি সময় ধরে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষার কারণেই এই অচলাবস্থা। তবে ইতিবাচক খবর হলো, কর্তৃপক্ষ সম্প্রতি এ বিষয়ে তাদের পর্যালোচনা পুনরায় শুরু করেছে এবং আগামী ২০ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার দিনক্ষণ নির্ধারণ করেছে।
গত বছরের জুলাইয়ে নিজেদের পর্যালোচনা স্থগিত করে কর্তৃপক্ষ। তারা কোম্পানি দুটির কাছে অধিগ্রহণের বিষয়ে আরও কিছু তথ্য চেয়ে পাঠায়। এর আগে অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ আশঙ্কা করে বলেছিল, এই অধিগ্রহণের ফলে পণ্যবাহী জাহাজ নির্মাণে প্রতিযোগিতা কমে যেতে পারে, যার ফলশ্রুতিতে জাহাজের দামও বাড়তে পারে।