জাহাজ ভাঙায় আবারও শীর্ষে বাংলাদেশ

টানা তৃতীয়বারের মতো জাহাজ ভাঙা শিল্পে শীর্ষ স্থানে বাংলাদেশ। ২০২০ সালে বাংলাদেশ এককভাবে বিশ্বের ৩৮ দশমিক ৫ শতাংশ জাহাজ ভেঙে শীর্ষ স্থান দখল করে নিয়েছে।  গত সপ্তাহে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ‘আঙ্কটাড’ প্রকাশিত ‘রিভিউ অব মেরিটাইম ট্রান্সপোর্ট-২০২১’ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছে ভারত এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। ভারত ২৯ দশমিক ১ শতাংশ এবং পাকিস্তান ১৬ দশমিক ৬ শতাংশ জাহাজ ভেঙেছে। এছাড়া চতুর্থ স্থানে থাকা তুরস্ক জাহাজ ৯ দশমিক ২ শতাংশ এবং পঞ্চম অবস্থানে থাকা চীন ১ দশমিক ১ শতাংশ জাহাজ ভেঙেছে। অন্যান্য দেশগুলোর অবদান মাত্র ৫ দশমিক ৫ শতাংশ।

২০১৯ সালেও বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছিল তার ৫৪ দশমিক ৭ শতাংশই হয়েছিল বাংলাদেশে। ২০১৮ সালে বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছিল বাংলাদেশ তার ৪৭ দশমিক ২ শতাংশই ভেঙেছে। সে বছর ভারতকে টপকে বাংলাদেশ প্রথম স্থান দখল করেছিল। এবার নিয়ে টানা তৃতীয়বার বাংলাদেশ এ শিল্পে প্রথম অবস্থান ধরে রাখলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here