নিউক্লিয়ার রিঅ্যাক্টর নিয়ে গবেষণায় ৮৫ লাখ ডলার বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়। এই প্রকল্পের অংশ হিসেবে মেরিন প্রপালশনে রিঅ্যাক্টর প্রযুক্তির ব্যবহার নিয়েও গবেষণা করা হবে। বাণিজ্যিক ভিত্তিতে মেরিটাইম খাতে এই নতুন প্রযুক্তির ব্যবহারে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো থেকে উত্তরণের উপায় খোঁজার জন্য আমেরিকান ব্যুরো অব শিপিংকে (এবিএস) ৮ লাখ ডলার দেবে জ্বালানি মন্ত্রণালয়।
নিঃসরণমুক্ত শিপিং খাত গড়ে তোলার জন্য যেসব বিকল্প জ্বালানির কথা ভাবা হচ্ছে, নিউক্লিয়ার পাওয়ার তার একটি। এই পারমানবিক শক্তিচালিত কনভেনশনাল প্রেশারাইজড-ওয়াটার রিঅ্যাক্টর সামরিক কাজে ব্যবহার হচ্ছে কয়েক দশক ধরে। রাশিয়ায় বেসামরিক সরকারি কাজেও এই ধরনের রিঅ্যাক্টর ব্যবহৃত হচ্ছে। কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে মেরিটাইম শিল্পে এর ব্যবহার প্রায় নেই বললেই চলে।