ব্যক্তিগত তথ্য বেহাত হওয়া ঠেকানো এখন সব দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জন্যই মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বাইরে পাচার হয়ে যাওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমন অবস্থায় গত ১ নভেম্বর থেকে পারসোনাল ইনফরমেশন প্রটেকশন ল’ শীর্ষক নতুন একটি আইন কার্যকর করেছে চীন। দেশীয় ও বিদেশী সংস্থাগুলো কীভাবে চীন থেকে তথ্য সংগ্রহ করে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে, সে বিষয়ে নজরদারির লক্ষ্যে এই আইন জারি করা হয়েছে।
কিন্তু এতে হিতে বিপরীত হয়েছে। সমুদ্র পরিবহন খাতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। এই আইন চালুর পর চীনের জলসীমায় থাকা জাহাজগুলো হঠাৎ করেই ট্র্যাকিং সিস্টেমের বাইরে চলে যাচ্ছে। কারণ নতুন আইনের কারণে কিছু চীনা সংস্থা এসব জাহাজের বিষয়ে তথ্য বাইরে পাঠানো বন্ধ করে দিয়েছে। ফলে গ্লোবাল ট্র্যাকাররা জাহাজগুলোর সম্পর্কে অগ্রিম কোনো তথ্য পচ্ছে না।