ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা (আইআইটিএফ)-২০২১-এ ‘ফরেন প্যাভিলিয়ন ক্যাটাগরিতে’ বাংলাদেশ প্যাভিলিয়ন ‘সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে। শনিবার (২৭ নভেম্বর) মেলার সমাপনী অনুষ্ঠানে ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (বাণিজ্য) ড. এ কে এম আতিকুল হক।
মেলার ৪০তম আসরে এই বিভাগে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ জিতেছে বাহরাইনের প্যাভিলিয়নগুলো । প্রদর্শক এবং দর্শনার্থীদের অংশগ্রহন বিবেচনায় এটি বিশ্বের বৃহত্তম সমন্বিত বাণিজ্য মেলার মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এ ছাড়া একটি আইকনিক আন্তর্জাতিক ইভেন্ট হিসেবে এই মেলার অনন্য বৈশিষ্ট্য বিকশিত হয়েছে ।
ছয়টি সুসজ্জিত বাংলাদেশী স্টল তাদের পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে হস্তশিল্প, পাটজাত পণ্যের শাড়ি, খাদ্যপণ্য রয়েছে যা ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। বাংলাদেশ থেকে পণ্য কেনার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করায় অনেক বিদেশি ক্রেতা বাংলাদেশী পাটজাত পণ্য সম্পর্কে খোঁজ খবর নেন। দুই সপ্তাহ ব্যাপী এই মেলায় বাংলাদেশী প্যাভিলিয়নগুলো বিপুল জনসমাগম আকর্ষণ করেছে। দর্শনার্থীরা জামদানি শাড়ি, ঢাকাই মসলিন, পাট জাত পণ্য এবং প্রাণ পণ্য সামগ্রীর মতো বাংলাদেশী পণ্যের ব্যাপক আগ্রহ দেখিয়েছে। ভারতের নয়াদিল্লীর প্রগতি ময়দানে প্রদর্শনী হলে ১৪ নভেম্বর থেকে এ মেলা শুরু হয়।