নাইজেরিয়া উপকূলে ট্যাংকার ডুবি, নিখোঁজ ১০

নাইজেরিয়ার উপকূলে বুধবার (২ ফেব্রুয়ারি) একটি পুরনো ট্যাংকার ডুবির ঘটনায় এতে কর্মরত ১০ জন কর্মী নিখোঁজ রয়েছেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব ক্ষীণ। ডুবে যাওয়ার আগে ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে এবং তা থেকে পুরো জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। ট্রিনিটি স্পিরিট নামের ট্যাংকারটি ফ্লোটিং অয়েল প্রডাকশন অ্যান্ড স্টোরেজ ভেসেল (এফপিএসও) হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

২ লাখ ৭৪ হাজার ৭৭৪ ডিডব্লিউটি ধারণক্ষমতার ট্যাংকারটির দৈর্ঘ্য ১ হাজার ১০৫ ফুট। এটি ১৯৭৬ সালে তৈরি। একটি অফশোর কোম্পানি ট্যাংকারটিকে কনকোফিলিপসের কাছ থেকে কিনে নেয় এবং সেটি নাইজেরিয়ান অয়েল ফিল্ড অপারেটর শেবাহ এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেডের (সেপকোল) কাছে ইজারা দেয়।

নাইজার ডেল্টার কাছে অবস্থিত নাইজেরিয়ার একটি অফশোর অয়েল ফিল্ডে প্রাইমারি প্রডাকশন ফ্যাসিলিটি হিসেবে ব্যবহার করা হচ্ছিল ট্রিনিটি স্পিরিটকে। অয়েল ফিল্ডটিতে ২০২০ ও ২০২১ সালের পুরোটা সময় উৎপাদন বন্ধ ছিল। কিছু প্রতিবেদনে জানানো হয়েছে, আর্থিক সংকটের কারণে ২০১৯ সালে নাইজেরিয়ার কর্তৃপক্ষ ২০১৯ সালে ফিল্ডটির প্রডাকশন লাইসেন্স প্রত্যাহার করে নিয়েছে।

এখন পর্যন্ত দুর্ঘটনার বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্যাংকারটিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে আগুন লেগে যায়। ইজারা নেওয়া সেপকোল জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রিনিটি স্পিরিটে ১০ জন কর্মী কাজ করছিলেন। তারা আরও জানিয়েছে, স্থানীয় কমিউনিটি ও অন্যান্য অয়েল ফিল্ড কোম্পানির কর্মীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেছেন। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ট্যাংকারটি ডুবে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here