সাইবার হামলায় ইউরোপে জ্বালানি তেল সরবরাহে বিলম্ব

গত সপ্তাহের শেষের দিকে সাইবার হামলার শিকার হয় ইউরোপের শীর্ষ চার অয়েল হাব। এরপর সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হাবগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু করা যায়নি। ফলে ইউরোপে অয়েল ট্যাংকার ও বার্জের শিপমেন্টে বিলম্ব হচ্ছে।

সাইবার হামলার শিকার প্রতিষ্ঠানগুলো হলো স্টোরেজ কোম্পানি অয়েলট্যাংকিং, অয়েল ট্রেডিং ফার্ম মাবানাফট, সি-ট্যাংক ও ইভোস। এর মধ্যে প্রথম দুটির মালিক জার্মানির মার্খয়ারড অ্যান্ড বালস। সি-ট্যাংক বেলজিয়ামের কোম্পানি। আর ইভোস হলো নেদারল্যান্ডসের ফুয়েল স্টোরেজ ফার্ম।

সাইবার হামলার পর কোম্পানিগুলো কিছু কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। এতে করে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিজুড়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। সাইবার হামলার চারটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

জার্মান গণমাধ্যম জানিয়েছে, র‌্যানসমওয়্যারে আক্রান্ত হওয়ার পর অয়েলট্যাংকিং ও মাবানাফটের কার্যক্রম আংশিক বন্ধ রয়েছে। এদিকে মাবানাফটের একটি সূত্র জানিয়েছে, তাদের পেট্রোল স্টেশনগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কিন্তু ট্রাক লোডিংয়ে এখনও সমস্যা হচ্ছে।

নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটারডাম এবং বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের অয়েল হাব ও পার্শ্ববর্তী অঞ্চলে স্টোরেজ ফ্যাসিলিটি রয়েছে সি-ট্যাংক ও ইভোসের। সাইবার হামলার পর তাদের কার্যক্রম ব্যাহত হওয়ায় বন্দরগুলোর বাইরে ট্যাংকারের জট লেগে গেছে। অন্তত সাতটি ট্যাংকার অ্যান্টওয়ার্পে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here