গত সপ্তাহের শেষের দিকে সাইবার হামলার শিকার হয় ইউরোপের শীর্ষ চার অয়েল হাব। এরপর সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হাবগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু করা যায়নি। ফলে ইউরোপে অয়েল ট্যাংকার ও বার্জের শিপমেন্টে বিলম্ব হচ্ছে।
সাইবার হামলার শিকার প্রতিষ্ঠানগুলো হলো স্টোরেজ কোম্পানি অয়েলট্যাংকিং, অয়েল ট্রেডিং ফার্ম মাবানাফট, সি-ট্যাংক ও ইভোস। এর মধ্যে প্রথম দুটির মালিক জার্মানির মার্খয়ারড অ্যান্ড বালস। সি-ট্যাংক বেলজিয়ামের কোম্পানি। আর ইভোস হলো নেদারল্যান্ডসের ফুয়েল স্টোরেজ ফার্ম।
সাইবার হামলার পর কোম্পানিগুলো কিছু কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। এতে করে নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানিজুড়ে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। সাইবার হামলার চারটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।
জার্মান গণমাধ্যম জানিয়েছে, র্যানসমওয়্যারে আক্রান্ত হওয়ার পর অয়েলট্যাংকিং ও মাবানাফটের কার্যক্রম আংশিক বন্ধ রয়েছে। এদিকে মাবানাফটের একটি সূত্র জানিয়েছে, তাদের পেট্রোল স্টেশনগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কিন্তু ট্রাক লোডিংয়ে এখনও সমস্যা হচ্ছে।
নেদারল্যান্ডসের আমস্টারডাম ও রটারডাম এবং বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরের অয়েল হাব ও পার্শ্ববর্তী অঞ্চলে স্টোরেজ ফ্যাসিলিটি রয়েছে সি-ট্যাংক ও ইভোসের। সাইবার হামলার পর তাদের কার্যক্রম ব্যাহত হওয়ায় বন্দরগুলোর বাইরে ট্যাংকারের জট লেগে গেছে। অন্তত সাতটি ট্যাংকার অ্যান্টওয়ার্পে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।