পোশাক শিল্পের আমদানিকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাস চায় এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। অন্যান্য ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজ করার বিষয়েও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহযোগিতা চাওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
এনবিআরের কাস্টমস নীতি বিভাগের সদস্য মো. মাসুদ সাদিকের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিএমএইএ সভাপতি বলেন, ‘রপ্তানি বাণিজ্য ত্বরান্বিত করতে ব্যবসায় সময় ও ব্যয় সাশ্রয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা এবং নতুন সুযোগগুলো কাজে লাগাতে ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে আরও দ্রুততর এবং সহজতর করা অত্যন্ত জরুরি।’
এই সভায় তিনি পোশাক রপ্তানিকারক উদ্যোক্তাদের শুল্ক ও বন্ড সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দ্রুত এ সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।
বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম, সাবেক প্রথম সহ-সভাপতি এস এম আবু তৈয়ব, সাবেক প্রথম সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী ও সাবেক পরিচালক মো. মুনির হোসেন বৈঠক উপস্থিত ছিলেন।