ব্যবসা গুটিয়ে নিচ্ছে ক্রিস্টাল ক্রুজেস

আর্থিক সংকটের জালে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রিস্টাল ক্রুজেসকে শেষ পর্যন্ত চরম পরিণতি মেনে নিতে হচ্ছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, মূল কোম্পানি জেন্টিং হংকং যুক্তরাষ্ট্র থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে ক্রিস্টাল ক্রুজেসের কর্মীরাও তাদের চাকরি হারাতে চলেছেন।

সূত্র অনুযায়ী, যেসব ব্যাংক ক্রিস্টাল ক্রুজেসের সম্পদের রিসিভার হিসেবে কাজ করছে, তারা জাহাজ ব্যবস্থাপনা কোম্পানি ভি শিপসকে ক্রিস্টাল ক্রুজেসের প্রমোদতরীগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। এসব প্রমোদতরীও বিক্রি করে দেওয়া হবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রে ক্রিস্টাল ক্রুজেসের কার্যক্রম বন্ধের খবর ছড়িয়ে পড়েছে একটি রেকর্ডেড মেসেজ থেকে। ধারণা করা হচ্ছে, এটি একজন ক্যাপটেনের পাঠানো বার্তা। পরে বার্তাটি ক্রু সদস্যদের হাতে এলে তারা সেটি ক্রু সেন্টার ওয়েবসাইটের কাছে পাঠিয়ে দেয়। এই বার্তায় খুব বেশি তথ্য না থাকলেও কার্যক্রম বন্ধের বিষয়টি স্পষ্টভাবেই বোঝা গেছে।

এ বিষয়ে কোম্পানিটির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

যুক্তরাষ্ট্রে জেন্টিং হংকংয়ের মার্কেটিং কোম্পানি ও ব্র্যান্ড হিসেবে কাজ করছিল ক্রিস্টাল ক্রুজেস। বিশ্বব্যাপী বিলাসবহুল প্রমোদসেবার ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে ২০১৬ সালে ৫৫ কোটি ডলারে তাদের কিনে নেয় জেন্টিং হংকং। কিন্তু তাদের পরিণতিটা খুব একটা সুখকর হলো না। গত মাসে ক্রিস্টাল ক্রুজেসের আর্থিক সংকটের বিষয়টি সামনে আসে। বিভিন্ন খাতে ক্রুজ লাইনটির ঋণের বোঝা অনেক বেড়ে গিয়েছিল। এছাড়া তাদের বেশ কয়েকটি জাহাজ বিভিন্ন ব্যাংকের কাছে বন্ধকী সম্পত্তি হিসেবে রয়েছে। এসব ঋণদাতা ও ব্যাংক তাদের বিনিয়োগের ঝুঁকি কমাতে ক্রিস্টাল ক্রুজেসের জাহাজগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি জ্বালানি সরবরাহকারী পেনিনসুলা পেট্রোলিয়াম ক্রিস্টাল ক্রুজেসের দুটি জাহাজের বিরুদ্ধে প্রায় ৫০ লাখ ডলারের বিল বাকি থাকার অভিযোগ এনে মার্কিন আদালতে মামলা করে। এর পরিপ্রেক্ষিতে বাহামা থেকে ক্রিস্টাল সিম্ফোনি ও ক্রিস্টাল সেরেনিটি নামের জাহাজ দুটিকে জব্দ করা হয়। উভয় জাহাজই বাহামায় নিবন্ধিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here