নিউইয়র্কের প্রথম গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প সাউথ ফোর্ক উইন্ডের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ডেনিশ বহুজাতিক এনার্জি কোম্পানি ওরস্টেড ও মার্কিন বিদ্যুৎ পরিসেবা কোম্পানি এভারসোর্স এনার্জি। ২০২৩ সালের শেষ নাগাদ উইন্ড ফার্মটির নির্মাণকাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৩০ মেগাওয়াট সক্ষমতার বায়ুবিদ্যুৎ প্রকল্পটির অবস্থান নিউইয়র্কের লং আইল্যান্ড থেকে ৩৫ পূর্বে। উত্তর আমেরিকায় বাণিজ্যিক উৎপাদন সূচনাকারী গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি হতে যাচ্ছে এটি।
২০১৫ সালে লং আইল্যান্ড পাওয়ার অথরিটি (এলআইপিএ) সাউথ ফোর্ক উইন্ড প্রকল্পটির প্রস্তাব করে। গত বছরের নভেম্বরে ও চলতি বছরের জানুয়ারিতে প্রকল্পটি নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন লাভ করে।
প্রকল্পটিতে প্রতিটি ১১ মেগাওয়াট সক্ষমতার মোট ১২টি টার্বাইন স্থাপন করা হবে। এগুলো নির্মাণ করবে সিমেন্স-গ্যামেসা রিনিউয়েবল এনার্জি। আগামী ২৫ বছর নিউইয়র্কের ইস্ট হ্যাম্পটন শহরে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে এই প্রকল্প।
সাউথ ফোর্ক উইন্ড প্রকল্পটি প্রায় ৬০ লাখ টন কার্বন নিঃসরণ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই পরিমাণ নিঃসরণ কমাতে প্রতি বছর সড়ক থেকে ৬০ হাজার গাড়ি অপসারণ করতে হবে।
সম্প্রতি গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে ৫০ কোটি ডলারের বড় একটি বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে নিউইয়র্ক রাজ্য সরকার। নিউইয়র্ক কর্তৃপক্ষ চায়, ২০২৭ সাল নাগাদ নবনির্মিত সব ভবনে কার্বন নিরপেক্ষ উৎসে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হবে। এছাড়া ২০৩০ সাল নাগাদ নিউইয়র্কে পরিবেশবান্ধব বাড়ির সংখ্যা ২০ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এসব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নতুন এই বিনিয়োগ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।