আঞ্চলিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পৃক্ততা বাড়াতে এবং বাংলাদেশের ডিজিটাল খাতে নতুন সুযোগ কাজে লাগাতে ১ কোটি ২০ লাখ ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে জাহাজ চলাচলে সহযোগিতা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও তথ্য বিনিময় খাতে ১ কোটি ১৪ লাখ ডলার ব্যয় করা হবে।
এ ছাড়া আগামী ৫ বছরে বঙ্গোপসাগর এলাকায় সাড়ে ৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে দেশটি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, এছাড়া আরও ৪৩ লাখ ডলার অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে এলএনজি সরবরাহে বিনিয়োগ করা হবে। ৫৮ লাখ ডলার ব্যয় করা হবে অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের জন্য অবকাঠামো নির্মাণের জন্য।