বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশ নেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান ও সচিব মো. ওমর ফারুক।
মতবিনিময়কালে বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পরে ডেনমার্কের রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন।