আগামী বছর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব থেকে পরিত্রাণের লক্ষ্যে দেশটি তেল উত্তোলন ব্যাপক হারে বাড়াচ্ছে।
যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি শর্ট-টার্ম এনার্জি আউটলুক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৩ সালে দেশটি দৈনিক ১ কোটি ২৬ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলনে সক্ষম হবে। গড় উত্তোলনের দিক থেকে এটি হবে নতুন রেকর্ড।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উত্তোলন ঊর্ধ্বমুখী। ইআইএর তথ্য বলছে, গত বছরের নভেম্বরে দেশটির দৈনিক উত্তোলন ছিল ১ কোটি ১৮ লাখ ব্যারেল। বর্তমানেও এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ওপেক প্লাস উত্তোলন বাড়ানোর অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য নিয়ে পূর্বাভাস কমিয়েছে ইআইএ। সংস্থাটি বলছে, বছর শেষে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম কমার সম্ভাবনা রয়েছে।