রামগড় স্থলবন্দরের অবকাঠামো নির্মাণ কাজ শিগগির শুরু হবে: নৌ প্রতিমন্ত্রী

রামগড় স্থলবন্দরের স্থান পরিদর্শনকালে ব্রিফিং শুনছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

রামগড় স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে অবকাঠামো নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। শিগগির এর অবকাঠামো নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) খাগড়াছড়ি জেলার রামগড়ে ‘রামগড় স্থলবন্দর’ নির্মাণের স্থান পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান আলমগীর হোসেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসিপ্রু চৌধুরী ও রামগড় স্থলবন্দর নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সারাহ আলম।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, রামগড় স্থলবন্দরের কাছে বাংলাদেশ-ভারতের মানুষের স্বপ্ন ‘মৈত্রী সেতু’ দু-দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। রামগড় স্থলবন্দর শুধু ব্যবসা-বাণিজ্য নয়, দু-দেশের সাংস্কৃতিক বন্ধনকে দৃঢ় করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৩ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশে রিজার্ভের পরিমাণ বেড়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দরিদ্র থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে; উন্নত দেশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী ১৩ বছরে বাংলাদেশ বিশ্বে ২০-২৫তম অর্থনীতির দেশে পরিণত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here