বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যানে ভেন লিওভেন চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। বুধবার (১৬ ফেব্রুয়ারি) তিনি বন্দর পরিদর্শনে আসেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রদূত বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি বন্দরের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বন্দরের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়। পরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনার পর রাষ্ট্রদূত ও তাঁর সফরসঙ্গীরা বন্দরের অপারেশনাল কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বন্দর সচিব মো. ওমর ফারুক, নিরাপত্তা বিভাগের উপপরিচালক মেজর মো. ওয়াহিদুল হক ও সহকারী টার্মিনাল ম্যানেজার মো. আশরাফ করিম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।