পর্তুগালের সমুদ্রসীমায় গাড়িবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জাহাজটির ২২ জন ক্রুর সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে জাহাজটি ক্রুবিহীন অবস্থায় সাগরে ভাসছে।
অগ্নিকাণ্ডের শিকার জাহাজটির নাম ফেলিসিটি এইস। এটি পানামার পতাকাবাহী একটি কার ক্যারিয়ার। পর্তুগিজ নৌবাহিনী জানিয়েছে, দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল আজোরেসের অন্তর্গত ফাইয়াল দ্বীপের ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ভয়াবহ আগুন লাগে জাহাজটিতে। পর্তুগিজ নৌবাহিনীর প্যাট্রল ভেসেল এনআরপি সেতুবাল ও নিকটবর্তী চারটি বাণিজ্যিক জাহাজ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি থেকে ২২ জন ক্রুকে উদ্ধার করেছে। পরে তাদের পর্তুগিজ বিমানবাহিনীর এয়ারক্রাফটে করে ওর্তা এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয় এবং নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।
জার্মানির এমডেন থেকে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ডেভিসভিলে যাচ্ছিল ২০০ মিটার দীর্ঘ ফেলিসিটি এইস। জাহাজটির মালিক স্নোস্কেপ কার ক্যারিয়ারস। পর্তুগিজ নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি এখনও জ্বলন্ত অবস্থায় সাগরে ভাসছে। মালিকপক্ষ জাহাজটিকে টেনে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে নৌবাহিনী জানিয়েছে।
কী কারণে জাহাজটিতে আগুন লেগেছে, সে বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত সাগরে দূষিত পদার্থ ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়নি।