গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে ইউরোফেরি অলিম্পিয়া নামের ইতালির পতাকাবাহী একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিক কোস্ট গার্ড বেশিরভাগ যাত্রী ও ক্রুকে উদ্ধার করতে সক্ষম হলেও দুজন ব্যক্তি ফেরিটিতে আটকা পড়েছেন বলে জানা গেছে।
গ্রিক কোস্ট গার্ড সূত্র অনুযায়ী, ফেরিটিতে মোট ২৩৯ জন যাত্রী ও ৫১ জন ক্রু ছিলেন। ফেরিটিতে আগুন লাগার পর কোস্ট গার্ডের উদ্ধারকারী জাহাজ তাদের প্রায় সবাইকে উদ্ধার করে কোর্ফু দ্বীপে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে একজনের শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফেরিটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। জাহাজটির গ্যারেজে এখনও দুজন আরোহী আটকা রয়েছেন বলে কোস্টগার্ড জানিয়েছে। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টার সেখানে অপেক্ষা করছে।
গ্রিক গণমাধ্যম জানিয়েছে, অন্তত ১০ জন আরোহী নিখোঁজ হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এই খবরের সত্যতা নিশ্চিত করেনি।
১৮৩ মিটার দীর্ঘ ফেরিটি গ্রিসের পশ্চিমাঞ্চলের বৃহত্তম বন্দর ইগুমেনিতসা থেকে ইতালির ব্রিন্দিসি বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। ৫৬০ জন যাত্রী ধারণে সক্ষম ফেরিটি ১৫৩টি গাড়ি বহন করছিল, যার মধ্যে অনেকগুলো ট্রাক ছিল। কোর্ফুর কাছাকাছি পৌঁছনোর পর ফেরিটিতে আগুন লেগে যায়। ফেরিটির মালিক গ্রিমাল্ডি লাইনস।