দক্ষিণ আফ্রিকা সরকার পোর্ট এলিজাবেথ উপকূলে শিপ-টু-শিপ বাংকারিংয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে। তবে পরিবেশ আন্দোলনকর্মীরা সরকারের এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। তারা বলছে, জাহাজ থেকে জাহাজে জ্বালানি স্থানান্তর শুরু হলে সেখানকার সমৃদ্ধ জীববৈচিত্র্য মারাত্মক বিপদের মুখে পড়ে যেতে পারে।
দিন কয়েক আগে অ্যাঙ্গোলা বেতে শিপ-টু-শিপ বাংকারিংয়ের জন্য নতুন লাইসেন্স প্রদান স্থগিতাদেশ প্রত্যাহারের ঘোষণা দেয় সাউথ আফ্রিকান মেরিটাইম সেফটি অথরিটি (সামসা)। এই ঘোষণায় কর্তৃপক্ষ জানায়, বাংকারিং সেবা প্রদানকারী কোম্পানিগুলো ১ ফেব্রুয়ারি থেকে নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে। আর লাইসেন্স প্রদানের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে ১ এপ্রিল থেকে।
এই ঘোষণা আসার পর থেকেই বিভিন্ন সংস্থা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করে। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপের ফলে সামুদ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে। অনন্য বৈশিষ্ট্যের আফ্রিকান পেঙ্গুইনসহ অন্যান্য সামুদ্রিক জীববৈচিত্র্যের প্রজননভূমি এতে নষ্ট হয়ে যেতে পারে।
২০১৯ সালে বাংকারিংয়ের সময় তেল নিঃসরণের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার অ্যাঙ্গোলা বেতে শিপ-টু-শিপ বাংকারিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ায় গতি আনার জন্য এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে তারা।