নবায়নযোগ্য শক্তির উৎস হিসেবে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্পে সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইউরোপিয়ান পার্লামেন্ট। একই সঙ্গে সদস্য রাষ্ট্রগুলো একটি প্রতিবেদনে অনুমোদন দিয়েছে, যেটিতে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও প্রকল্পের কলেবর বাড়ানোর আহবান জানানো হয়েছে।
সম্প্রতি পার্লামেন্টের বৈঠকে সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা দ্ব্যর্থহীনভাবে প্রতিবেদনটির প্রতি সমর্থন জানান। তারা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান যে, নবায়নযোগ্য বিদ্যুতের উৎস বাড়ানোর গতি অনেক বেশি হতে হবে। অনেক দেশেই এর জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই উল্লেখ করে প্রতিনিধিরা দ্রুত এ বিষয়ে উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সদস্য দেশগুলোর ২০৩০ সাল নাগাদ গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প থেকে অন্তত ৬০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত। ২০৫০ সাল নাগাদ এ লক্ষ্যমাত্রা হওয়া উচিত ৩৪০ গিগাওয়াট। বিষয়টিকে ইইউর বিদ্যুৎ উৎপাদন কৌশলের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে দেখা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ ও ২০৫০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে ইইউ দেশগুলোকে আরও ব্যাপক পরিসরে অফশোর উইন্ড ফার্ম স্থাপন করতে হবে এবং সাগর ও উপকূলে সর্বোচ্চ যতটুকু জায়গায় সম্ভব এই প্রযুক্তি ছড়িয়ে দিতে হবে। ইউরোপিয়ান পার্লামেন্টের বৈঠকে প্রতিবেদনটির প্রতি সমর্থন জানিয়েছেন ৫১৮ জন প্রতিনিধি। বিপরীত মত দিয়েছেন ৮৮ জন।
অফশোর রিনিউয়েবল এনার্জি প্রযুক্তিতে ইউরোপ এখনও নেতৃত্ব দিচ্ছে। এই প্রযুক্তি ইইউর অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।