ইউরোপ-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ

এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বক্তারা

ইউরোপে তৈরি পোশাকের বাইরে আরও অনেক পণ্য রপ্তানি হলেও সেগুলোর ভোক্তা মূলত প্রবাসী বাংলাদেশীরাই। মূল ধারার বাজারে এখনো সেসব পণ্য খুব একটা পরিচিত হয়নি। এ অবস্থার উন্নয়নে ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশে প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের নিয়ে ইউরোপ-বাংলাদেশ চেম্বার অব কমার্স গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান বক্তারা। এফবিসিসিআইয়ের মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী এনায়েত উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। সমাপনী বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সহসভাপতি এমএ মোমেন। আরো উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. আমিন হেলালী, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক রুবাবা নভেরা সায়ীদ, ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সহসভাপতি ফখরুল আকন সেলিম, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ, এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক প্রীতি চক্রবর্তী ও ড. ফেরদৌসী বেগম প্রমুখ।

কাজী এনায়েত উল্লাহ জানান, আগামী জুলাইয়ের মধ্যে ইউরোপ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের উদ্যোগ কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এটি প্রতিষ্ঠিত হলে ইউরোপের মূল অর্থনীতিতে বাংলাদেশী পণ্যের দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here