তাইওয়ানে ল্যাডার থেকে পড়ে পাইলটের মৃত্যু

তাইওয়ানে সম্প্রতি পাইলট ল্যাডার থেকে পড়ে গিয়ে একজন তাইওয়ানিজ মেরিন পাইলটের করুণ মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তাইচুং বন্দরে ব্লু ওশান নামের একটি কনটেইনার ফিডারে ওঠার সময় পাইলট ঝোং চাওচ্যাং পানিতে পড়ে যান। এ সময় আবহাওয়া চরম উত্তাল ছিল। বাতাসের বেগ ছিল ২৮-৩৩ নটিক্যাল মাইল। ঢেউয়ের তীব্রতায় ল্যাডার থেকে ঝোংয়ের হাত ফসকে যায় এবং তিনি পানিতে পড়ে যান।

গণমাধ্যম জানিয়েছে, পাইলট বোটের অন্য ক্রুরা লাইফ বয়া ও দড়ি ছুঁড়ে ঝোংকে বোটে তোলার জন্য চেষ্টা করেন। কিন্তু উত্তাল ঢেউয়ের কারণে তাকে বোটের কাছে আনা সহজ ছিল না। অনেক কষ্টে তাকে বোটে তোলা গেলেও এতে প্রায় বিশ মিনিট সময় লেগে যায়।

দীর্ঘ সময় বরফশীতল পানিতে থাকার কারণে ঝোং জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

গত কয়েকদিন ধরেই তাইচুংয়ের আবহাওয়া উত্তাল রয়েছে। সম্প্রতি বর্থিংয়ে থাকা একটি বাল্কার দড়ি ছিঁড়ে চলে যায় এবং উত্তাল সাগরে ভাসতে থাকে। মৃত্যুর একদিন আগেও ঝোং সফলভাবে জাহাজটিকে ডকে ফিরিয়ে আনতে সক্ষম হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here