লুব্রিকেন্টস শিল্প স্থাপনে বেপজা অর্থনৈতিক অঞ্চলে ভূমি ইজারা চুক্তি

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে স্থাপিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে কুয়েত-বাংলাদেশ যৌথ মালিকানাধীন কোম্পানি মেসার্স কে বি পেট্রোকেমিক্যালস লিমিটেডের সঙ্গে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় বেপজা কমপ্লেক্সে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করল বেপজা।

যৌথ মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি ১০.৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগে (প্রতি ডলার ৮৬ টাকা হিসাবে হয় ৮৯ কোটি ৩৫ লাখ ৪০ হাজার টাকা) একটি লুব্রিকেটিং ওয়েল ব্লেন্ডিং প্লান্ট স্থাপন করবে। যেখানে ১২৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কোম্পানিটি বার্ষিক ২০ হাজার মেট্রিক টন ফিনিশড লুব্রিকেন্টস উত্পাদন করবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসির উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কেবি পেট্রো কেমিক্যালস লিমিটেডের এমডি জাহাঙ্গীর হোসাইন পাটোয়ারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী চেয়ারম্যান চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠান কেবি পেট্রোকেমিক্যালসকে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। পণ্যের বৈচিত্র্যায়নে সরকারের বিনিয়োগনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য উচ্চমানসম্পন্ন ও বৈচিত্র্যময় পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বেপজা সব সময় স্বাগত জানায়। ’

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, দেশের রপ্তানিমুখী শিল্পকে সেবাদানের ৪০ বছরের অর্জিত অভিজ্ঞতা, সক্ষমতা, দক্ষতা এবং পেশাদার উত্কর্ষতাকে পুঁজি করে বেপজা বর্তমানে দেশের অন্যতম একটি সফল সংস্থা। তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের আস্থা বেপজাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি ব্র্যান্ড হিসেবে পরিচিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here