ডিআর কঙ্গোর প্রথম বন্দর নির্মাণে কাজ করবে ডিপি ওয়ার্ল্ড
খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো) শিগগির নিজস্ব বন্দরের মাধ্যমে সমুদ্রবাণিজ্য সম্পাদন করতে পারবে। আটলান্টিক মহাসাগরে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করছে তারা। ব্যানানা পোর্ট নামের এই বন্দর নির্মাণে তাদের সহযোগিতা করছে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড।
সম্প্রতি এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্যানানা পোর্ট হবে ডিআর কঙ্গোর প্রথম গভীর সমুদ্রবন্দর। আগামী বছর বন্দরটির নির্মাণকাজ শুরুর কথা রয়েছে।
পাঁচ বছর পর দেশে কার্গো জাহাজ নির্মাণ করল উত্তর কোরিয়া
সম্পূর্ণ দেশীয়ভাবে নির্মিত নতুন একটি কার্গো জাহাজের কমিশনিং সম্পন্ন করেছে উত্তর কোরিয়া। প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে, তাতে প্রতীয়মান হচ্ছে যে এটি এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় নিবন্ধিত সবচেয়ে বড় বাণিজ্যিক জাহাজ। এছাড়া গত পাঁচ বছরের মধ্যে উত্তর কোরিয়া কর্তৃক এই প্রথম কোনো নতুন বাণিজ্যিক জাহাজের কমিশনিংয়ের খবর পাওয়া গেল।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে জাহাজটি সম্পর্কে যতটুকু খবর প্রকাশিত হয়েছে, সে অনুযায়ী জাহাজটির নাম জাং সু স্যান। এর ধারণক্ষমতা ১২ হাজার টন।
গিনি উপসাগরে ফের জলদস্যু হামলা, অপহৃত অন্তত ৯
মধ্য আফ্রিকার দেশ গিনির নিকটবর্তী জলসীমায় সম্প্রতি অপহরণকারীদের হামলার দুটি ঘটনা ঘটেছে। এই দুই ঘটনায় অন্তত নয়জন ক্রু অপহৃত হয়েছেন বলে জানা গেছে। যে দুটি জাহাজের ওপর হামলা চালানো হয়েছে, তার একটি গত অক্টোবরেও অপহরণকারীদের হামলার শিকার হয়।
আন্তর্জাতিক বিভিন্ন নিরাপত্তা বাহিনীর তৎপরতায় গিনি উপসাগরে জলদস্যুতা অনেকটাই কমে এসেছিল। কিন্তু এই দুই ঘটনার পর সেখানে জলদস্যু ও অপহরণকারীদের ফের অপতৎপরতা দেখা যেতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
ইউরোপের সবচেয়ে বড় মেরিন রিজার্ভ পর্তুগালের দখলে
সেলভ্যাজেনস আইল্যান্ডসের আশপাশে সংরক্ষিত সমুদ্রাঞ্চলের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল। দেশটির সরকার সম্প্রতি এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছে। এর ফলে উত্তর আটলান্টিকের বুকে অবস্থিত ছোট্ট এই দ্বীপপুঞ্জ ঘিরে থাকা অঞ্চলটির সীমা বেড়ে দাঁড়িয়েছে ৭৮০ বর্গনটিক্যাল মাইল।
এর ফলে ইউরোপের সবচেয়ে বড় মেরিন রিজার্ভে পরিণত হয়েছে এটি। এর আগে এই তকমা ছিল গ্রিসের অ্যালোনিসস মেরিন পার্কের দখলে, যেটির আয়তন ৬৬০ বর্গনটিক্যাল মাইল।
কানাডায় আইসব্রেকার নির্মাণ প্রকল্পে খরচ বেড়েছে ১০ গুণ
পুরনো একটি আইসব্রেকিং শিপকে প্রতিস্থাপনের জন্য ২০০৮ সালে নতুন একটি জাহাজ নির্মাণের ঘোষণা দেয় কানাডা সরকার। তখন প্রকল্পটির ব্যয় ধরা হয় ৭০ কোটি কানাডিয়ান ডলার। বিভিন্ন জটিলতায় এখন পর্যন্ত জাহাজটি নির্মাণ করা সম্ভব হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৭২৫ কোটি কানাডিয়ান ডলারে।
অবশ্য এই বর্ধিত ব্যয় একটি আইসব্রেকারের জন্য নয়। কানাডা এখন একটির পরিবর্তে দুটি জাহাজ নির্মাণ করবে।
ওমিক্রন পরিস্থিতি অনুযায়ী তেল উত্তোলন সীমা পুনর্নির্ধারণ করবে ওপেক প্লাস
নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদা কমলে নিজেদের উত্তোলনসীমা পর্যালোচনা করে দেখার সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। সম্প্রতি জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তার সহযোগী দেশগুলোর প্লাটফর্ম ওপেক প্লাস জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী তাদের পরবর্তী নির্ধারিত বৈঠকের আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২১ সালের জানুয়ারিতে তেলের সরবরাহ দৈনিক চার লাখ ব্যারেলে স্থির করে ওপেক প্লাস। এ সীমা ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকার কথা।
শিপিং সক্ষমতা বাড়ানোর দিকে নজর পাকিস্তানের
ভৌগোলিক অবস্থানের কৌশলগত সুবিধা কাজে লাগানো এবং বৈশ্বিক সাপ্লাই চেইনের দুর্বলতার সময়ে নিজেদের সম্পৃক্ততা আরও বাড়ানোর লক্ষ্যে সমুদ্র পরিবহনে সক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের রয়েছে ১ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ উপকূল। আরও রয়েছে বড় তিনটি সমুদ্রবন্দর। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে মাত্র দুই দিনের সমুদ্রপথ পাকিস্তানের। এছাড়া দেশটির পশ্চিম উপকূল থেকে হরমুজ প্রণালির দূরত্বও খুব কম। সুতরাং আন্তর্জাতিক বাণিজ্যিক হাব হয়ে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে তাদের।
এসইভির জন্য বিমকোর নতুন স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট
সিকিউরিটি এসকর্ট ভেসেলের (এসইভি) জন্য একটি ভারসাম্যপূর্ণ কন্ট্রাকচুয়াল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি স্ট্যান্ডার্ড কন্ট্রাক্ট তৈরি করেছে বাল্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল মেরিটাইম কাউন্সিল (বিমকো)।
গিনি উপসাগরের মতো জলদস্যুতার উচ্চঝুঁকিপূর্ণ অঞ্চলে চলাচলের ক্ষেত্রে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করে এসইভি। এই বাণিজ্যিক সহায়তার চুক্তি ভারসাম্যপূর্ণ করার লক্ষ্যেই নতুন উদ্যোগটি নিয়েছে বিমকো। নতুন কন্ট্রাক্টের নাম দেওয়া হয়েছে এসইভি-গার্ডকন। কারণ এটি তৈরি করা হয়েছে বিমকোর আগের প্রণীত গার্ডকন কন্ট্রাক্টের ওপর ভিত্তি করে।
বায়ুবিদ্যুৎ প্রকল্পের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের মৎস্যজীবীরা
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের বিরোধিতা করেছে দেশটির বাণিজ্যিক মৎস্য শিল্পের সদস্যরা। এ আন্দোলনে তারা পাশে পেয়েছে জ্বালানি খাতের লবিং গ্রুপকে। এই মিলিত বিরোধিতার ফলে বাইডেন প্রশাসনের অফশোর এনার্জি সম্প্রসারণ পরিকল্পনা বড় ধাক্কা খাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
মৎস্য খাতসংশ্লিষ্টদের দাবি, বায়ুবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণের ফলে তাদের জাহাজ চলাচল বিঘিœত হবে। অন্যদিকে তেল ও গ্যাস খাতসংশ্লিষ্টরা মনে করে, নবায়নযোগ্য জ্বালানির কারণে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যেতে পারে।
বাধা পেরিয়ে অস্ট্রেলিয়ার খনি থেকে কয়লা পরিবহনের দ্বারপ্রান্তে আদানি
পরিবেশবাদীদের তীব্র বিরোধিতা কাটিয়ে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কারমাইকেল খনি থেকে কয়লার প্রথম চালান পরিবহনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ভারতের আদানি গ্রুপ। এই খনি থেকে কয়লা উত্তোলনের বিরোধিতা করে দীর্ঘ সাত বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিল পরিবেশবাদীরা।
কারমাইকেল খনি থেকে প্রতি বছর ১ কোটি টন কয়লা রপ্তানি করা হবে। এরই মধ্যে প্রথম চালানের কয়লা নর্থ কুইন্সল্যান্ড এক্সপোর্ট টার্মিনালে রাখা হয়েছে। তবে এর গন্তব্য কোথায়, সে বিষয়ে কিছু জানানো হয়নি এখনো।
টানা চার প্রান্তিকে ইস্পাত উৎপাদন বৃদ্ধির আশা জাপানের
চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জাপানের অপরিশোধিত ইস্পাত উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ ও মেশিনারি নির্মাণের মতো ম্যানুফ্যাকচারিং খাতের ব্যস্ততা বেড়ে যাওয়া এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
পূর্বাভাস সত্যি হলে টানা চার প্রান্তিকে ইস্পাত উৎপাদন বাড়বে জাপানের। এছাড়া পুরো অর্থবছরের উৎপাদন দাঁড়াবে ৯ কোটি ৭১ লাখ টন, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।
ইসরায়েলের সঙ্গে শিপিংয়ে নিষেধাজ্ঞা কুয়েতের
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের ক’টনৈতিক সম্পর্কোন্নয়নের পর আরব-ইসরায়েলি বাণিজ্যে উন্নতি হওয়ার আশা করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি সেই উন্নতির পথে নতুন করে সংকট তৈরি হয়েছে। কুয়েত জানিয়েছে, ইসরায়েল ও তাদের মধ্যে চলাচলকারী কিংবা ইসরায়েলে পণ্য পরিবহনকারী জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে তারা।
এদিকে কুয়েতের এই ঘোষণার মধ্যেই ডিপি ওয়ার্ল্ড জানিয়েছে, ইসরায়েলের বৃহত্তম আন্তর্জাতিক বন্দর পোর্ট অব হাইফার বেসরকারীকরণ নিলাম প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে তারা।