সেন্টমার্টিনে সমুদ্রে আবর্জনা ফেলায় জরিমানা

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ সংকটাপন্ন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় দুটি রিসোর্ট ও পর্যটকবাহী তিনটি জাহাজকে জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ থেকে সমুদ্রে ময়লা-আবর্জনা ফেলায় তিন জাহাজকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় সেন্টমার্টিনের পশ্চিম সৈকতসংলগ্ন দুটি রিসোর্টকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক ও টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here