ভিয়েতনামে নৌকাডুবিতে ১৩ পর্যটকের প্রাণহানি

নৌকাডুবির ঘটনায় নিখোঁজ পর্যটকদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে।ছবিঃ এএফপি

ভিয়েতনামের হোই আন উপকূলে একটি নৌকা উল্টে অন্তত ১৩ পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও চারজন। চু লাও চাম আইল্যান্ড থেকে হোই আনে যাওয়ার পথে ৩৬ জন পর্যটক ও তিনজন নাবিকসহ নৌকাটি উল্টে যায়।

নৌকাটির সব পর্যটকই ভিয়েতনামের নাগরিক। তাদের মধ্যে কিছু শিশুও ছিল বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। এছাড়া নিখোঁজ পর্যটকদের সন্ধানে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা। এক কর্মকর্তা বলেন, ‘সাগর এখন উত্তাল রয়েছে। তবে তা এত বেশি উত্তাল নয় যে উদ্ধার অভিযান পরিচালনা করা যাবে না।’

নভেল করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভিয়েতনাম সরকার। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা শিথিল করার পর থেকেই দেশটিতে পর্যটকদের চাপ বাড়তে থাকে। বিশেষ করে উপকূলীয় পর্যটন সেবাদানকারীরা এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। দুঃসময় কাটিয়ে যখন খাতসংশ্লিষ্টরা ঘুরে দাঁড়াতে শুরু করেছেন, তখনই এই দুর্ঘটনা ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here