বসফরাস ও দার্দানেলস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধ করল তুরস্ক

বসফরাস প্রণালী

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যে বসফরাস ও দার্দানেলস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে তুরস্ক। সোমবার দেশটির রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৩৬ সালে স্বাক্ষরিত মনট্রো চুক্তি অনুযায়ী পাওয়া ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। ঘোষণায় তারা বলেছে, এই দুই প্রণালীর উপকূলীয় ও বাইরের দেশগুলোকে সতর্ক করা হচ্ছে, তারা যেন তুরস্কের সমুদ্রসীমা দিয়ে যুদ্ধজাহাজ পরিচালনা থেকে বিরত থাকে।

ফ্রান্সের মনট্রো শহরে তুরস্ক, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়াসহ নয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুর্কী ভূখণ্ডের দার্দানেলস ও বসফরাস প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পায় আঙ্কারা। একই সঙ্গে যুদ্ধের সময় ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরের সংযোগকারী এই দুই প্রণালীর মধ্যে যুদ্ধজাহাজ চলাচলে বাধা দেওয়ার ক্ষমতাও পায় তুরস্ক।

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মনট্রো চুক্তি প্রয়োগের পরিকল্পনার ঘোষণা দেন। চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরপেক্ষ অবস্থান গ্রহণের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, তুরস্ক রাশিয়া বা ইউক্রেন কারও সাথেই সম্পর্ক বিচ্ছিন্ন করবে না। তবে আঞ্চলিক ও বৈশ্বিক ভারসাম্য রক্ষায় তুরস্ক প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান এরদোয়ান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here