সংবাদ সংকেত – মার্চ

দুবাইভিত্তিক বহুজাতিক লজিস্টিকস কোম্পানি ডিপিওয়ার্ল্ড ২০২১ সালে মোট ৭ কোটি ৭৯ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে। ২০২০ সালের তুলনায় তা ৯ দশমিক ৪ শতাংশ বেশি।

গ্রিস থেকে ইতালি যাওয়ার পথে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশির ভাগ যাত্রী ও ক্রু উদ্ধার হলেও দুজন ব্যক্তি ফেরিতে আটকা পড়েন। এতে ২৩৯ জন যাত্রী ও ৫১ জন ক্রু ছিলেন।

নাইজেরিয়ার উপকূলে সম্প্রতি একটি পুরনো ট্যাংকারডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়ার আগে ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। এটি ফ্লোটিং অয়েল প্রডাকশন অ্যান্ড স্টোরেজ ভেসেল হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তাইওয়ানে সম্প্রতি পাইলট ল্যাডার থেকে পড়ে একজন তাইওয়ানিজ মেরিন পাইলটের মৃত্যু হয়েছে। চরম উত্তাল আবহাওয়ায় তাইচুং বন্দরে একটি কনটেইনার ফিডারে ওঠার সময় তিনি পানিতে পড়ে যান।

ভিয়েতনাম উপকূলে একটি নৌকা উল্টে অন্তত ১৩ পর্যটকের মৃত্যু হয়েছে। চু লাও চাম আইল্যান্ড থেকে হোই আনে যাওয়ার পথে ৩৬ জন পর্যটক ও তিনজন নাবিকসহ নৌকাটি উল্টে যায়।

নর্থ সিতে সম্প্রতি ঝড়ের কবলে পড়ে পানামার পতাকাবাহী একটি জাহাজ থেকে ২৬টি খালি কনটেইনার সাগরে পড়ে গেছে। কনটেইনারগুলোর অবস্থান শনাক্তে কাজ করছে ডাচ্ কোস্ট গার্ড।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই শুরু করেছে হংকং। এরই অংশ হিসেবে একটি ক্রুজ টার্মিনালকে কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। সেখানে ১ হাজার বেডের ব্যবস্থা রয়েছে।

কার্বন নিরপেক্ষতা অর্জনের জোর চেষ্টা চালাচ্ছে মিৎসুবিশি শিপবিল্ডিং কোম্পানি। উদ্যোগটি তদারকির জন্য তারা মেরিন ডিকার্বনাইজেশন বিজনেস ডেভেলপমেন্ট গ্রুপ নামে স্বতন্ত্র একটি ডিভিশন চালু করেছে।

এমওএল টেকনো-ট্রেডের মালিকানাধীন একটি বাংকারিং ভেসেল পরিচালনায় বায়োডিজেল ফুয়েল (বিডিএফ) ব্যবহার শুরু হয়েছে। সম্প্রতি এতে বিডিএফ সরবরাহ করেছে জাপানি কোম্পানি আবুরাতোউ শোজি।

১ জুন থেকে নিজেদের জাহাজে প্লাস্টিক বর্জ্য পরিবহন বন্ধ করবে সিএমএ সিজিএম। বর্তমানে প্রতি বছর তারা ৫০ হাজার স্ট্যান্ডার্ড কনটেইনার সমপরিমাণ প্লাস্টিক বর্জ্য পরিবহন করে।

বিশ্বের সর্বপ্রথম অ্যামোনিয়া-ফুয়েল রেডি ভেসেল ক্রিতি ফিউচার সম্প্রতি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আপাতত প্রথাগত জ্বালানিতে চললেও ভবিষ্যতে এটি জ্বালানি হিসেবে অ্যামোনিয়া ব্যবহার করতে পারবে।

সমুদ্রপথে তরল হাইড্রোজেন পরিবহনের কার্যকর প্রযুক্তি উদ্ভাবনে একযোগে কাজ করবে এনার্জি জায়ান্ট শেল ও শিপিং কোম্পানি জিটিটি। এ বিষয়ে সম্প্রতি উভয়পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here