পানিতে ভাসল জাপানের প্রথম এলএনজি-চালিত ফেরি সানফ্লাওয়ার কুরেনাই। জাহাজটি নির্মাণ করেছে মিৎসুবিশি শিপবিল্ডিং কোম্পানি। দেশটিতে বিকল্প পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারকারী ফেরি এটিই প্রথম।
এখন পর্যন্ত মোট দুটি এলএনজি-চালিত ফেরি নির্মাণের কার্যাদেশ পেয়েছে মিৎসুবিশি। ১৭ হাজার ৩০০ গ্রস টনের সানফ্লাওয়ার কুরেনাই এর মধ্যে প্রথমটি। অপর জাহাজ সানফ্লাওয়ার মুরাসাকি এখনও নির্মাণাধীন। মিৎসুই ওএসকে লাইনের (এমওএল) ওইটাভিত্তিক সাবসিডিয়ারি ফেরি সানফ্লাওয়ার লিমিটেড এই দুটি ফেরি পরিচালনা করবে। জাপানের বৃহত্তম বন্দর ও বাণিজ্য নগরী ওসাকা এবং দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের অন্তর্গত শহর বিপ্পুর মধ্যে চলাচল করবে ফেরি দুটি।
জাপানের ইয়ামাগুচি প্রিফেকচারে অবস্থিত মিৎসুবিশির সাবসিডিয়ারি শিমোনোসেকি শিপইয়ার্ড অ্যান্ড মেশিনারি ওয়ার্কসের এনুরা প্লান্টে সম্প্রতি সানফ্লাওয়ার কুরেনাই ফেরিটিকে প্রথমবারের মতো পানিতে ভাসানো হয়। এর দৈর্ঘ্য ৬৫৬ ফুট ও প্রস্থ ৯২ ফুট। ৭১৬ জন যাত্রীর পাশাপাশি ১৩ মিটার দৈর্ঘের আনুমানিক ১৩৭টি ট্রাক ও ১০০টি প্যাসেঞ্জার কার পরিবহন করতে পারবে এটি।
সানফ্লাওয়ার কুরেনাইর প্রধান ইঞ্জিনটি হলো একটি হাই-পারফরম্যান্স ডুয়েল-ফুয়েল ইঞ্জিন। এলএনজি ও ‘এ’-টাইপ হেভি ফুয়েল উভয় ধরনের জ্বালানিতেই চলাচল করতে সক্ষম ফেরিটি। জাপানের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী কোনো ফেরিতে এই প্রথম ডুয়েল-ফুয়েল ইঞ্জিন ব্যবহৃত হতে যাচ্ছে।