নয়াদিল্লিতে শুক্রবার (৪ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত সচিব পর্যায়ের বৈঠক। এজেন্ডা হিসেবে বৈঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতের কাছ থেকে শুল্কমুক্ত সুবিধা।
বৈঠকে যোগ দিতে প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করেছেন। বাণিজ্য সচিব (সিনিয়র) তপন কান্তি ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, এবারের বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ বিশেষ করে অশুল্ক বাধা দূর করার ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ বছর দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, অশুল্ক বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।
করোনার সময় ভারত থেকে ট্রেনে পণ্য ও কাঁচামাল আমদানি শুরু হয়েছে। পণ্য বাংলাদেশে খালাস করার পর কনটেইনারগুলো ভারতে খালি ফেরত যায়। সেগুলোতে বাংলাদেশি পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। তবে এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়।
ভারতের এই নীতিকে সাফটা চুক্তিবিরোধী উল্লেখ করে গতবছর ঢাকায় অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের ক্ষেত্রে ওই নীতি কার্যকর না করতে অনুরোধ করেছিল ঢাকা। তখন বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সাফটার রুলস অব অরিজিন মেনে চলতে প্রতিবেশী দেশটিকে অনুরোধ করা হয়।