রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক: পররাষ্ট্রমন্ত্রী

উদ্ধারকারী জাহাজে বাংলাদেশি নাবিকেরা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ নাবিক নিরাপদে রোমানিয়ায় পৌঁছেছেন এবং শিগগিরই তারা দেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।পাঁচ বাংলাদেশির পোস্ট করা ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, সরকার ঘটনা ও তাদের অবস্থান জানতে তাদের বক্তব্য যাচাই-বাছাই করছে।

এর আগে শুক্রবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-এর ২৮ জন ক্রুকে রোমানিয়ায় আনার চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here