ইউক্রেনে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। জাহাজটি বীমা পলিসির অধিনে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডিএসই’র সূত্র উল্লেখ করে এ খবর দিয়েছে বণিক বার্তা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায় এমভি বাংলার সমৃদ্ধি। একই দিন দেশটিতে রাশিয়া হামলা শুরু করে। ফলে অলভিয়া বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে আটকা পড়ে বাংলাদেশী জাহাজটি। একই সঙ্গে আটকা পড়েন জাহাজের ক্যাপ্টেনসহ ২৯ নাবিক।
গত বুধবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে রাশিয়ার রকেট হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি। জাহাজে আগুন ধরে গেলে নাবিকরা সেটি নিয়ন্ত্রণে আনেন। হামলায় মৃত্যু হয় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের।