রাশিয়ায় পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করেছে চারটি শিপিং লাইন

পণ্য রপ্তানির প্রধান গেটওয়ে চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

ইউক্রেনে রাশিয়ার চলমান হামলাকে কেন্দ্র করে রাশিয়ায় পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করেছে চারটি শিপিং লাইন। এতে রপ্তানি পণ্য আটকে গেছে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিতে। চলতি মাসের ১ তারিখ থেকে মেডিটেরিয়েন শিপিং কোম্পানি (এমএসসি) প্রথমে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে। এরপর তালিকায় যুক্ত হয়েছে ডেনমার্কভিত্তিক মায়ের্স্ক লাইন, জার্মানিভিত্তিক হ্যাপাগ লয়েড এবং সিঙ্গাপুর-জাপানভিত্তিক ওয়ান লাইন।

বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলো রাশিয়ায় পণ্য পরিবহনে অনীহা দেখানোয় বিপাকে পড়েছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা। বেসরকারি আইসিডি ও চট্টগ্রাম বন্দরে রপ্তানির অপেক্ষায় রয়েছে রাশিয়াগামী পণ্য। আবার কিছু পণ্য রপ্তানির উদ্দেশ্যে কারখানায় উৎপাদন চলমান রয়েছে। এমন পরিস্থিতি পোশাক খাতের উদ্যোক্তাদের চিন্তায় ফেলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here