ইউক্রেনে রাশিয়ার চলমান হামলাকে কেন্দ্র করে রাশিয়ায় পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করেছে চারটি শিপিং লাইন। এতে রপ্তানি পণ্য আটকে গেছে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিতে। চলতি মাসের ১ তারিখ থেকে মেডিটেরিয়েন শিপিং কোম্পানি (এমএসসি) প্রথমে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে। এরপর তালিকায় যুক্ত হয়েছে ডেনমার্কভিত্তিক মায়ের্স্ক লাইন, জার্মানিভিত্তিক হ্যাপাগ লয়েড এবং সিঙ্গাপুর-জাপানভিত্তিক ওয়ান লাইন।
বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলো রাশিয়ায় পণ্য পরিবহনে অনীহা দেখানোয় বিপাকে পড়েছেন বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা। বেসরকারি আইসিডি ও চট্টগ্রাম বন্দরে রপ্তানির অপেক্ষায় রয়েছে রাশিয়াগামী পণ্য। আবার কিছু পণ্য রপ্তানির উদ্দেশ্যে কারখানায় উৎপাদন চলমান রয়েছে। এমন পরিস্থিতি পোশাক খাতের উদ্যোক্তাদের চিন্তায় ফেলেছে।