রাষ্ট্র বিনির্মাণে নারীরাই অগ্রগামী ভূমিকা রাখছেন : চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান

বেলুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান

আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ উপলক্ষে মঙ্গলবার (৮ই মার্চ ) বন্দরের শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি । বিশেষ অতিথি ছিলেন পর্ষদ সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল) ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান।

আলোচনা সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, সমাজ তথা রাষ্ট্র বির্নিমাণে নারীরাই অগ্রগামী ভূমিকা রাখছেন। পুরুষের পাশাপাশি বর্তমানে নারীরা দেশের সকল স্তরে তাদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন। নারীরা আজ অবহেলিত নয়, টেকসই উন্নয়নে নারীরা এগিয়ে চলেছে স্বমহিমায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অগ্রযাত্রায় চট্টগ্রাম বন্দরে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অপরসীম।

এ সময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে নারীদের আরো এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বন্দরের বিভাগীয় প্রধান, উপ-বিভাগীয় প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কর্মচারী পরিষদ নেতৃবৃন্দ, কর্মজীবি মহিলা ফোরাম নেত্রীবৃন্দ, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here